বিজ্ঞাপন

টানা তিন ম্যাচে জোড়া গোল রোনালদোর

April 5, 2023 | 10:11 am

স্পোর্টস ডেস্ক

অবশেষে নিজেকে যেন ফিরে পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে গোলের ফুলঝুরি সাজিয়ে বসেছেন পর্তুগিজ এই মহাতারকা। জাতীয় দলের হয়ে গোলের রেকর্ড গড়ে আবারও ফিরেছেন আল নাসেরে। আর ফিরেই জোড়া গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজের শেষ তিন ম্যাচের প্রতিটিতেই জোড়া গোল করেছেন রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে জোড়া গোলের পর আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগের আল আদাহরের বিপক্ষেও করলেন দুটি গোল।

বিজ্ঞাপন

টানা তিন ম্যাচে জোড়া গোলের শুরুটা হয়েছিল পর্তুগালের ইউরো বাছাইপর্বের ম্যাচে লিখেস্টেইনের বিপক্ষে। এরপর লুক্সেমবার্গের বিপক্ষেও দুবার জালের দেখা পান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবলে ফিরে আল নাসেরকে ৫-০ গোলের জয় এনে দেওয়ার দিনে রোনালদোর নামের পাশে দুটি গোল।

ম্যাচের ৪০ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর আল নাসেরের খেলোয়াড় আব্দুল্লাহ আল আমরিকে ফাউল করে প্রতিপক্ষ। এতেই পেনাল্টি পায় আল নাসের। স্পটকিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। একটু পর ঠিকঠাক বলে মাথা ছোঁয়াতে পারলে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন রোনালদো।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আল নাসের দ্রুতই পায় গোলের দেখা। ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এবার দলটিকে এগিয়ে দেন তালিসকা। ৬৬ মিনিটে আবারও দৃশ্যপটে রোনালদো। বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরের হয়ে ব্যবধান ৩-০ করেন পর্তুগিজ যুবরাজ। ৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন।

বিজ্ঞাপন

বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩, আল নাসেরের ৫২।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন