বিজ্ঞাপন

ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্র’র ওপর হামলা

June 13, 2023 | 11:06 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্র’র ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযুক্তরা হলেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী মেহেদী হাসান সুমন, শাহাদত, অনিশ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ছাত্র গণমঞ্চ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুন) ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের ক্রিকেট ম্যাচ চলাকালে ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান সুমনের নেতৃত্বে একটি গ্রুপ আমাদের নেতা নিঘাত রৌদ্রকে ডেকে মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

‘বামপন্থী ছাত্র সংগঠন করিস কেন?’— এই বলে কোনো কারণ ছাড়াই মেহেদী হাসান সুমন, শাহাদত, অনিশ দাসসহ ১৫-২০ জনের গ্রুপ তাকে মারধর করে বলে ছাত্র গণমঞ্চ বিবৃতিতে জানায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আহ্বান জানানো হয়, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই, প্রতিরোধ গড়ে তুলি।

সারাবাংলা/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন