বিজ্ঞাপন

এখনো বোনাস হয়নি পোশাকসহ ৭২৮টি শিল্পকারখানায়

June 26, 2023 | 9:30 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এখনো বোনাস হয়নি পোশাকসহ ২৩ শতাংশের বেশি শিল্পকারখানায়। অর্থাৎ এখন পর্যন্ত ৭২৮টি কারখানার শ্রমিক বোনাস পায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুন) শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এদিন রাত ৮টার পর এ তথ্য প্রকাশ করেছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, দেশের ৩ হাজার ১৬৪টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ২ হাজার ৪৩৬টিতে। এখনো বোনাস হয়নি ৭২৮টির। বোনাস বকেয়া রয়েছে বিজিএমইএর ৪২৪টি, বিকেএমইএর ১৫৫টিতে, বিটিএমএর ৯৪টি, বেপজার ১৫টিসহ আরও কিছু শিল্পকারাখানায়।

শিল্প পুলিশ আরও জানায়, এখনো মে মাসের বেতন বাকি রয়েছে ১০৩ টি কারখানার। এর মধ্যে বিজিএমইএর ৫৮টি, বিকেএমইএর ২৮টি, বিটিএমএর ১৫টি ও বেপজার ২টি কারখানায় মে মাসের বেতন বাকি রয়েছে। আর জুন মাসের ১৫ দিনের বেতন হয়েছে মাত্র ২০ শতাংশ কারখানায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন