বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা

June 30, 2023 | 10:44 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: রংপুরে আজও কেনাবেচা চলছে কোরবানির পশুর চামড়া। তবে লবণের দাম বৃদ্ধি নিয়ে বিপাকে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন, কোরবানির পশুর চামড়া ঈদের দিনেই কমবেশি কিনেছেন তারা। যারা ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি করেছেন তাদের থেকে এসব চামড়া কিনছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ায় অনেক ব্যবসায়ী অপেক্ষায় আছেন পশুর চামড়া কেনার জন্য। চামড়ার আকারভেদে ৩শ থেকে ৮শ টাকায় বেচাকেনা হচ্ছে। তবে লবণের দাম বস্তাপ্রতি ৩৫০ টাকা থেকে ৪শ টাকা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

নগরির শাপলা চত্বর এলাকায় ছোট বড় মিলিয়ে চামড়ার আড়ত আছে প্রায় ১৫টি। এসব আড়তগুলোতে গিয়ে দেখা যায়, চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

চামড়া ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, ‘কোরবানির পশুর চামড়া ঈদের দিনেই যা কেনার কিনেছি। আজ যারা চামড়া দিয়ে যাচ্ছেন তারা কোরবানি দ্বিতীয় দিনে পশু কোরবানি করেছেন। তবে অনেকেই গতকালের চামড়া দিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে আমরা নিচ্ছি না।’

বিজ্ঞাপন

চামড়া ব্যবসায়ী মইনুদ্দিন মন্ডল বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ায় অনেকেই চামড়া দিয়ে যেতে পারেনি। তাদের জন্যই আমরা অপেক্ষায় আছি।’

আরেক ব্যবসায়ী সোবহান মিয়া বলেন, ‘চামড়ার আকারভেদে ৩শ থেকে ৮শ টাকায় বেচাকেনা হচ্ছে। তবে লবণের দাম বস্তাপ্রতি ৩৫০ টাকা থেকে ৪শ টাকা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়ে গেছি। গত বছর যে দামে লবণ কিনে ব্যবসা করতে পেরেছি এবছর তো ব্যবসা সম্ভব না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন