বিজ্ঞাপন

‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আর কিছু করার নেই’ 

October 2, 2023 | 4:48 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে করা আবেদনে নেতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন মন্ত্রণালয় থেকে যে মতামত দিয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই।

সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু বিষয়টি আইনের সঙ্গে জড়িত সে জন্য আমরা আইনী মতামত চেয়ে ওই চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠাই। সেখান থেকে যে মতামত আসছে তা খালেদা জিয়ার পক্ষে আসেনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের আর কিছু করার নেই। আমরা বিষয়টি জানিয়ে দেব যদি তারা জানতে চান। তারা হয়তো এরইমধ্যে জেনে গেছেন। যদি আরও কিছু জানতে চান, তাও জানানো হবে। তবে আমাদের পক্ষ থেকে আর কিছু করা সম্ভব নয়।’

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট রাজনৈতিক বিষয় নয়। দেশের বিচার বিভাগ স্বাধীন। আইন তার গতিতে চলে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন