বিজ্ঞাপন

সমস্যা নাই, সবকিছু স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী

October 6, 2023 | 7:31 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: আমদানি বাড়ার ফলে আমদানি ব্যয় বেড়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সমস্যার কিছু নাই। রফতানি আয়ও ১০ শতাংশ বেড়েছে। তবে গতমাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠবো। তবে সবকিছু স্বাভাবিক আছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরে তিনদিনের সফরে এসেছেন। পরে নগরীর রাধাবল্লভ এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পণ্যের নির্ধারিত দাম কার্যকর করতে যে টার্গেট নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়নি বলেও মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিদফতর। সেইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে তবে বেঁধে দেওয়া নির্ধারিত দাম কার্যকর করতে চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন