বিজ্ঞাপন

আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরাইল

October 8, 2023 | 9:35 pm

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল। রোববার (৮ অক্টোবর) ইসরাইলের মন্ত্রিসভা স্টেট অব ওয়ার বা যুদ্ধাবস্থা ঘোষণা করে।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার সকালে ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র দল হামাস। ইসরাইলে মুহুর্মুহু রকেট ছুঁড়ে সংগঠনটির যোদ্ধারা। একইসঙ্গে স্থলপথে হামাসের সশস্ত্র সেনারা ইসরাইলের সীমান্ত ভেদ করে প্রবেশ করে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ফিলিস্তিনে বিমান হামালা চালায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, ‘আমরা যুদ্ধে আছি। কোনো অভিযান নয় এটি, স্রেফ যুদ্ধ।’ এসময় তিনি তার দেশের রিজার্ভ সেনাদের যুদ্ধ প্রস্তুতির আদেশ দেন।

এর একদিন পর রোববার ইসরাইলের মৌলিক আইনের ৪০তম ধারা অনুযায়ী যুদ্ধ ঘোষণা করে মন্ত্রিসভা। উল্লেখ্য, ইসরাইলের কোনো লিখিত সংবিধান নেই, তবে দেশটির মৌলিক আইন রয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলি সরকারের প্রেস অফিসের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, হামাসের হামলায় এ পর্যন্ত ৬৫৯ জন ইসরাইলি মারা গেছে। এছাড়া আরও ১০০ জনের বেশি ইসরাইলিকে বন্দি করেছে হামাস। যুদ্ধে আহত হয়েছেন অন্তত ২২০০ ইসরাইলি।

অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন