বিজ্ঞাপন

‘কে কোন চাপ দিলো— এসব নিয়ে মাথাব্যথা নাই’

October 8, 2023 | 10:00 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বুঝি আমাদের সংবিধান। আমরা যাই করি সংবিধান সম্মতভাবেই করব। এর বাইরে দেশ বা বিদেশ থেকে কে কোন চাপ দিল, নিষেধ করল— এ সব নিয়ে আমাদের মাথাব্যাথা নাই।

বিজ্ঞাপন

রোববার (৮ অক্টোবর) রাতে গণভবনের গেটে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তার আগে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য মো. শাহজাহান আলম ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুককে মনোনয়ন দেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের সংবিধান ছাড়া কারও সিদ্ধান্ত মেনে নেব না এবং শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে কমিশনের অধীনে। তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এখানকার যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বিজ্ঞাপন

এ সময় গণভবনের গেটে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টা বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন