বিজ্ঞাপন

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু শ্রীলংকার

October 10, 2023 | 3:12 pm

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে খানিকটা চাপেই আছে শ্রীলংকা। হায়দ্রাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি বাবর আজম ও দাসুন শানাকার দল। রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কখনোই জয়ের দেখা পায়নি শ্রীলংকা। আট দেখায় সাতবারই জিতেছেন পাকিস্তান, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ৫০ ওভারের খেলায় দুই দলের সবশেষ নয় দেখায় আটবারই হেরেছে লংকানরা। এমন পরিসংখ্যানকে সামনে রেখেই মাঠে নেমেছে দুই দল।

টসের লড়াইয়ে জয়টা পেয়েছে শ্রীলংকাই। অনুমেয়ভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শানাকা। দুই দলেই আছে একটি করে পরিবর্তন। কাসুন রাজিথার বদলে লংকান একাদশে এসেছেন থিশানা। ফাখার জামানের বদলে আবদুল্লাহ শফিককে নিয়েছে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে যদিও খুব একটা সুবিধা করতে পারছে না লংকানরা। দ্বিতীয় ওভারেই ফিরেছেন কুশল পেরেরা। হাসান আলির বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফিরেছেন এই লংকান ওপেনার। কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে হাল ধরেছেন। ৬ ওভার শেষে লংকানদের সংগ্রহ ৩৪ রান।

বিজ্ঞাপন

শ্রীলংকা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, মাথিসা পাথিরানা।

পাকিস্তান একাদশ

বিজ্ঞাপন

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওাজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন