বিজ্ঞাপন

লেবাননে হিজবুল্লাহর পোস্টে ইসরাইলের হামলা

October 11, 2023 | 4:59 pm

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্টে বিমান হামলা করেছে ইসরাইলের সামরিক বাহিনী। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে এই পাল্টা হামলা চালায় ইসরাইল। খবর বিবিসি।

বিজ্ঞাপন

বুধবার (১১ অক্টোবর) ইসরাইলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, ইসরাইলের বিমান লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্টে হামলা করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফও) ওই এলাকায় গুলি চালায়।

হিজবুল্লাহর একটি নতুন রকেট হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

এদিকে হিজবুল্লাহ বলেছে, এই সপ্তাহে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে তাদের তিনজন যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই রকেট হামলা করা হয়েছিল।

বিজ্ঞাপন

ইসরাইলের বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫ হাজার ১৮৪ জন আহত হয়েছেন। বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় অন্তত ১ হাজার ২০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২ হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন