বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে সরকারি ওষুধসহ কর্মচারী আটক

October 11, 2023 | 9:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে সরকারি ওষুধসহ মো. ফারুক নামে এক সরকারি কর্মচারীকে আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালের ভিতরে মর্গ অফিসের সামনে থেকে সরকারি ওষুধসহ তাকে হাতেনাতে ধরে ফেলে আনসার সদস্যরা। পরে ওই কর্মচারীকে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বেপারী বলেন, ‘বেলা ১১টার দিকে গোপন সংবাদ পাই একজন সরকারি স্টাফ স্টোর থেকে একটি ওষুধের ছোট কার্টুন নিয়ে বহির্বিভাগ দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। পরে হাসপাতালের ভেতরের মর্গ অফিসের সামনে থেকে তাকে ওষুধের কার্টুনসহ ধরা হয়। পরে ওষুধের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ১১২ নম্বর ওয়ার্ডের ওষুধ। তবে তার কাছে কোনো কাগজপত্র ছিল না। তখন তাকে পরিচালকের রুমে নিয়ে আসা হয়।’

তিনি আরো জানান, স্টোর থেকে ওষুধ বের করতে হলে তো স্টোরের লোকজন জানার কথা। স্টোরের কেউ না কেউ অবশ্যই এতে জড়িত আছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘আমাদের আনসার সদস্যরা হাসপাতালের ভিতর থেকে ওষুধের কার্টুনসহ ফারুক নামে এক কর্মচারীকে আটক করেছে। ওষুধগুলো জব্দ করা হয়েছে। ওষুধ বাইরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. মশিউর রহমান বলেন, ‘এক স্টাফকে ওষুধের কার্টুনসহ ধরেছে আনসার সদস্যরা। ওষুধের কার্টুন পরিচালকের কক্ষে রয়েছে। আমাদের স্টোরের কেউ এতে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন