বিজ্ঞাপন

হামাস-ইসরাইল যুদ্ধে নিহত বেড়ে ২৪০০

October 12, 2023 | 9:38 am

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পাঁচ দিনে গড়িয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ২ হাজার ৪০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও ৮ হাজার ৭৯২ মানুষ আহত হয়েছেন। খবর আলজাজিরা ও হারেৎজ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫ হাজার ৬০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ধারণ ক্ষমতার চেয়েও বেশি আহত ব্যক্তিদের সেবা দিতে গাজার হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হামামের হামলা ইসরাইলের দক্ষিণে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হরিয়েছেন এবং ৩ হাজার ১৯২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে দেশটির প্রতিরক্ষা রাহিনী (আইডিএফ) জানিয়েছে, চলমান যুদ্ধে ১৮৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া ৬০ জন সেনা সদস্য হামাসের হাতে বন্দি হয়েছেন।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন