বিজ্ঞাপন

এমপি বাহারের বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখছে আ.লীগ

October 20, 2023 | 3:34 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারের বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা দলীয়ভাবে আমাদের গোচরে এসেছে। আমরা বিষয়টি ওয়াকিবহাল এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই বিষয়টার খোঁজখবর নিয়েছেন এবং দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি তার উপর অর্পিত দায়িত্ব এবং আওয়ামী লীগের চেতনার বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে, সেটার অবশ্যই আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় পড়বে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ অক্টোবর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

শারদীয় দুর্গোৎসবে মদপান নিয়ে এমপি বাহাউদ্দীন বাহারের বিতর্কিত মন্তব্যের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা দলীয়ভাবে আমাদের গোচরে এসেছে। আমরা ওয়াকিবহাল এবং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টা নিয়ে খোঁজখবর নিয়েছেন। এই ব্যাপারে দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই যদি কেউ অপকর্ম করে থাকেন এবং তার উপর অর্পিত দায়িত্ব আওয়ামী লীগের যে ‘শাশ্বতকালের চেতনা’র বিরুদ্ধে কেউ কোনো কাজ করে থাকলে, সেটার অবশ্যই আমাদের এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় পড়বে।’

দুর্গোৎসব চলাকালীন সময়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ তাদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকে সতর্ক পাহারা দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, সতর্ক পাহারা দেওয়া আমাদের কর্তব্য। আমরা ক্ষমতায় আছি, এখন শুধু পুলিশের উপর দায়িত্ব অর্পণ করা ঠিক না। পুলিশের যে শক্তি আছে তারা সারাদেশের সব জায়গায় পাহারা দিয়ে যে সব ঘটনা মোকাবেলা করতে পারবে এমন না।’

বিজ্ঞাপন

এ সময় দুই বছর আগে কুমিল্লাসহ সারাদেশে শারদীয় দুর্গোৎসবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কুমিল্লায় যেটা দুই বছর আগে ঘটে গিয়েছিল সেটা অত্যন্ত ভয়াবহ।’ ওই সময় নিজ দলের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারেনি বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘ভোটের জন্য হিন্দুদের দরকার, আর হিন্দু ভাইবোনরা বা হিন্দুদের ধর্মস্থানগুলো যখন আক্রান্ত হয় দুর্বৃত্ত দ্বারা, যখন তাদের ঘরবাড়ি জমিজমা দখল করা হয় সেই সময় শত্রুতার সম্মিলন ঘটে। শত্রুতার চিহ্ন আমরা দেখতে পাই দৃশ্যপটে। এই দৃশ্যপটের পুনরাবৃত্তি আমাদের রোধ করতেই হবে।’

এবারের শারদীয় দুর্গোৎসবে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এই দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব এবং অসাম্প্রদায়িক মানবতাবোধ নিয়ে কাজ করব।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জিসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন