বিজ্ঞাপন

তিন উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

November 6, 2023 | 3:43 pm

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর শুরুতেই লংকান উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। এরপর দুর্দান্ত জুটি গড়ে ঘুরে দাঁড়ায় লংকানরা। তবে পাওয়ার প্লে’র শেষে আঘাত হানেন অধিনায়ক সাকিব। এরপর উইকেট শিকারের দলে যোগ দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবও।

বিজ্ঞাপন

অফস্টাম্পের বাইরে রাখা শরিফুল ইসলামের গুডলেন্থ বলে কিছুটা বাড়তি বাউন্স ছিল। ব্যাটের কানায় লেগে যায় প্রথম স্লিপে। তবে ঝাঁপিয়ে পড়ে এক হাতে সেই ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। ৫ বলে ৪ রান করেন পেরেরা। প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫ রান।

এরপর শুরুর ধাক্কা সামলে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যান পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস। জুটির পঞ্চাশ রান পূরণ করেন তারা। শুরুতে দেখে শুনে খেললেও ধীরে ধীরে খোলস ভাঙেন মেন্ডিসও। তানজিম হাসান সাকিনের বলে ছক্কা হাঁকিয়েই জুটির ফিফটি স্পর্শ করেন অধিনায়ক।

পাওয়ার প্লে শেষেই আঘাত হানেন টাইগার দলপতি। ১২তম ওভারে বল করতে এসে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব। শুরুতে দেখেশুনে খেলা মেন্ডিস আগের ওভারে তানজিম হাসান সাকিবকে ছক্কা হাঁকিয়ে খোলস ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন। পরের ওভারে সাকিবের ফুললেন্থ বলে লংঅন সীমানার উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। তবে ধরা পড়েছেন শরিফুল ইসলামের হাতে। ৩০ বলে ১টি করে চার ও ছক্কায় ১৯ রান করেন মেন্ডিস।

বিজ্ঞাপন

লংকান অধিনায়ক ফেরার পরের ওভারেই আরেক সেট ব্যাটার পাথুম নিসাঙ্কাকেও ফিরিয়েছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের অফস্টাম্পের বাইরে বলে খেলতে গিয়ে ইনসাইড-এজ হয়ে ফিরে গেছেন তিনি। ৩৬ বলে ৮টি চারের সাহায্যে ৪১ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।

এই রিপোর্ট লেখা অবধি লংকানদের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৮৪ রান। সামারাবিক্রমা ৭ আর আসালাঙ্কা ১০ রানে ব্যাট করছেন।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন