বিজ্ঞাপন

পিচ ও টস নিয়ে বেশি ভাবছেন না রোহিত

November 18, 2023 | 9:50 pm

স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে শেষ মুহূর্তে পিচ বদলে ফেলা নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে। ফাইনালের আগেও তাই পিচ নিয়ে ছিল বাড়তি আগ্রহ। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচের আগে বলেছেন, আহমেদাবাদের পিচ নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পিচ কিংবা টস ফাইনালে খুব বড় ভূমিকা রাখবে না।

বিজ্ঞাপন

ম্যাচের আগে খুব মনোযোগ দিয়েই পিচ পর্যবেক্ষণ করেছেন রোহিত। তিনি জানান, পিচ কিংবা টস, কোনোটাই ফাইনালে বড় ভূমিকা রাখবে না, ‘পিচে কিছুটা ঘাস আছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পিচ আরও শুকনো ছিল। আমার মনে হচ্ছে পিচ ধীরগতির হবে। আমরা ম্যাচের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব পিচ দেখে। তাপমাত্রাও কিছুটা কমেছে। জানি না শিশির কেমন থাকবে। আমার মনে হয়না টস খুব বড় ভূমিকা রাখবে।’

ধীরগতির পিচে কি তাহলে একাদশে দেখা যাবে ডাগআউটে বসে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে? রোহিত বলছেন, এখনই একাদশ চূড়ান্ত করছেন না তারা, ‘আমরা এখনো ভাবিনি। কাল পিচ চূড়ান্তভাবে দেখে বুঝেই আমরা একাদশ সাজাবো। যে একাদশে দল শক্তিশালী হয় সেটাই আমরা বেছে নেব।’

পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ফর্মে আছেন ভারতের বোলাররা। পেসার, স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ রোহিত, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। প্রথম চার ম্যাচে তারা প্রতিপক্ষকে ৩০০ রানের নিচে আঁটকে দিয়েছে। পেসার, স্পিনার দুই পক্ষই দারুণ ফর্মে আছে। পেসাররা দারুণ শুরু এনে দেন, মাঝের দিকে স্পিনাররা উইকেট তুলে নিয়ে আমাদের কাজটা সহজ করে দেয়।‘

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন