বিজ্ঞাপন

স্পিনবান্ধব পিচে সময় নিয়ে ভালো করতে চান সাউদি

December 5, 2023 | 4:01 pm

স্পোর্টস ডেস্ক

সিলেটে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতেই কুপোকাত নিউজিল্যান্ড, প্রথম টেস্টে তাদের হার ১৫০ রানে। সিরিজ বাঁচাতে মিরপুরে জয়ের বিকল্প নেই টিম সাউদির দলের সামনে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে কিউই অধিনায়ক সাউদি বলছেন, সিলেটের মতো স্পিন বান্ধব পিচই আশা করছেন তিনি। আর এমন পিচে ব্যাটার ও বোলারদের একটু বাড়তি সময় ধরে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী তিনি।

বিজ্ঞাপন

তাইজুলের ম্যাচে ১০ উইকেট কিউইদের অনেকটাই সিলেট টেস্ট থেকে ছিটকে দিয়েছে। সাথে অন্য স্পিনাররাও বেশ ভালোই ভুগিয়েছে নিউজিল্যান্ড ব্যাটারদের। সিলেটের মতো মিরপুরে পিচও স্পিনবান্ধব হবে বলেই ধারণা সাউদির, ‘দুই মাঠের পিচ আলাদা হলেও আমরা এখানেও স্পিন বান্ধব পিচ প্রত্যাশা করছি। আগের ম্যাচের পর আমরা ব্যাটার ও বোলারদের লম্বা সময় ধরে ভালো পারফর্ম করার ব্যাপারে আলোচনা করেছি। ব্যাটিংয়ে আমাদের ভালো কিছু জুটি প্রয়োজন। বেশ কয়েকদিন ধরে দল অনুশীলন করছে। আমরা মিরপুরে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

তরুণ নিউজিল্যান্ড দলের অনেকেই উপমহাদেশের পিচে খুব বেশি টেস্ট খেলেনি। তবে অভিজ্ঞতার অভাব নিয়ে খুব বেশি ভাবছেন না সাউদি, ‘উপমহাদেশের কন্ডিশনে যেমন পিচ আপনি আশা করেন মিরপুরে তেমন পিচই থাকবে। দলের অনেকেই এমন পিচে খুব বেশি খেলেনি। সবার খেলার ধরন ভিন্ন, তবে এটার ওপরেই ভরসা রাখতে হবে। কেন এক ধরনের ব্যাটিং করে, মিচেল ও ফিলিপস আরেক ধরনের। সবাইকে শুধু নিজের খেলাটা একটু বাড়তি সময় ধরে চালিয়ে যেতে হবে।’

স্কোয়াডে থাকা দুই স্পিনার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রকে প্রথম টেস্টে মাঠে নামায়নি নিউজিল্যান্ড। জয়ের দেখা পেতে এই দুই স্পিনারকে কি একাদশে দেখা যাবে কাল? সাউদি অবশ্য একাদশ নিয়ে পরিষ্কার কিছু জানাতে নারাজ, ‘স্কোয়াডের ১৫ জনেরই খেলার সম্ভাবনা আছে, তাই ওই দুইজনেরও আছে। আমরা আগামীকাল শেষবারের মতো উইকেট পর্যালোচনা করে একাদশ সাজাবো। এই ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রাখবে। আমাদের বোলারদের আরেক্টু ভালো পারফর্ম করতে হবে, প্রথম টেস্টের চেয়ে আরেকটু বেশি চাপে ফেলতে হবে প্রতিপক্ষকে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এফএম/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন