বিজ্ঞাপন

‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিন, ভোট দিতে যায়েন না’

December 23, 2023 | 6:09 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, নির্বাচনের জন্য আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছেন, নিন। কিন্তু ভোট দিতে যায়েন না। যারা ভোট দিতে যাবে, তাদের বাধা দেবেন।

বিজ্ঞাপন

শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ আহ্বান জানান।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না। আমরা চাই না কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন। এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। এই ডাকাত, খুনি সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।’

তি‌নি ব‌লেন, ‘এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, তাকে বলব- আপনি এখনই নির্বাচন বাতিল করেন। যদি তা না করেন, এর পরের সরকারের আমলে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেওয়া হবে। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন।’

বিজ্ঞাপন

ড. রেজা কিবরিয়া বলেন, ‘একতরফা ডামি নির্বাচন করায় বিশ্ব দরবারে এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট হয়ে গেলেও দেশের জনগণ এই সরকারকে মানবে না। এই নির্বাচন দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। পুলিশ এবং ছাত্রলীগ মিলে ভোট দিয়ে দেবে।’

মানববন্ধন শেষে সহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টতে প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন ড. রেজা কিবরিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠ‌নের সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মাহবুব হাসান, তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিয়াজী প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন