বিজ্ঞাপন

‘নতুন স্ট্র্যাটেজিতে বিশ্বকে দেখাতে চাচ্ছি জনমতের ডেমোক্রেসি’

December 26, 2023 | 9:27 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা আওয়ামী লীগার, তাদের পক্ষে দলের অন্য নেতাদের নির্বাচনি কাজ করা দোষের কিছু নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরং একে গণতন্ত্রের নতুন এক কৌশল (স্ট্র্যাটেজি) হিসেবে অভিহিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন একটা স্ট্র্যাটেজিতে আমরা বাংলাদেশের ওয়েস্টমিনস্টার টাইপের ডেমোক্রেসি করতে চাচ্ছি। একটা নতুন এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছি। বিশ্বকেও দেখাতে চাচ্ছি, জনমত নিয়ে এটিও ডেমোক্রেসি।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এর আগে বিকেল ৪টায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দল।

বৈঠকে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কেমন হবে? পার্টিসিপেন্টরা কী অবস্থানে আছেন? তারপর কতটুকু সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ ইলেকশন হবে এ ব্যাপারে আমরা আওয়ামী লীগের প্রস্তুতি ও সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। তারপরও আবার স্বতন্ত্রদের নিয়ে বলেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বলেছি, স্বতন্ত্র শুধু আওয়ামী লীগের না। বাইরেও আছে। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র আছে। কাজেই স্বতন্ত্র শুধু বেশিরভাগ আওয়ামী লীগের ছাড়াও অন্যান্য দলেরও স্বতন্ত্র প্রার্থী আছে।’

ইলেকশনের ফলাফল জনগণ কি মেনে নেবে? আইনশৃঙ্খরা বাহিনী কতটা প্রস্তুত? নির্বাচন বিরোধীদের অবস্থান কী? তারা মেজর কোনো প্রবলেম করতে পারবে কি না? সে সব বিষয় নিয়ে মূলত কথা হয়েছে বলেও অবহিত করেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনটা সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয় এসেছে। নির্বাচনটা করতে আমাদের হচ্ছে। এখানে ২৭টির মতো দল আছে। ১৮৯৫/৯৬ জন প্রতিযোাগিতা করছে। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় তারা পজিটিভলি নিয়েছেন।’

একটা বিষয় তারা জানতে জান, বিরোধী দল কে হবে সে বিষয়েও জানতে চান। আসলে তারা আমাদের ইলেকশনকে সামনে রেখে তাদের ওপর প্রদত্ত যে দায়িত্বটা তাদের উপরিস্থ কর্মকর্তারা দিয়েছেন। তাই তারা আমাদের কথাই বেশি শুনতে আগ্রহী ছিলেন। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা আমাদের বক্তব্য বলেছি।

বিএনপি এলো না কেন এটি বহু আগে জানা কথা। কাজেই খুব বেশি আলোচনা হয়নি। তারাও জানেন কেন আসেনি বলেও জানান তিনি।

আমরা একটা বলেছি যে, ইলেকশনের টার্ন আউট সন্তোষজনক হবে। এই নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারা দেশেই যে স্বতঃস্ফূর্ততা, ভোটারদের মধ্যে লক্ষ করা যাচ্ছে তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিএনপি একটি বড় দল। তারা আসেনি তাই টার্ন আউট নিয়ে সংশয়-সন্দেহ থাকতেই পারে। কিন্তু পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলোতে যে নির্বাচন হয়, সে নির্বাচনের টার্ন আউট হয়। সেই নির্বাচনের স্টান্ডার্ডটা আমাদের এখানে বজায় থাকবে, এমনটাই আমরা বলেছি।

বিজ্ঞাপন

ভায়োলেন্সে হবে কি না? এখন ভায়োলেন্স তো বিএনপি করছে। তারা পিসফুল ইলেকশনের জবাব দিচ্ছে ভায়োলেন্স দিয়ে।

বিএনপি হাস্যকর কিছু বিষয় নিয়ে এসেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে খোমেনি সটাইলের একটি বিপ্লব হবে। এরকম দুঃস্বপ্ন দেখছে তা না হলে অসহযোগের মতো উদ্ভট বক্তব্য কী করে দেবে?’

তারেক রহমানকে রিমোট কন্টোল লিডার অভিহিত করে তিনি আরও বলেন, ‘মোকাবিলাটা করো, আসো । আসো রাজপথে সৎসাহস থাকলে। রাজপথে আসেন বিদেশে বসে নয়। এটি হলো আমাদের কথা। দেশে আসো রাজপথে মোকাবিলা করুন। সাহস থাকলে রাজপথে আসুন অথবা জেলে যাবেন এই তো নেতা।’

নেতা কি পলাতক রিফিউজিটি থেকে নেতৃত্ব দেবেন? রিমোট কন্টোলে নেতৃত্ব হয়। আমির খসরু আর ফখরুল মির্জা আব্বাস জেলে যায় ফরমায়েশি আন্দোলনে, রিমোট কন্টোলের আন্দোলনে।

বিরোধী দল কারা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইলেকশনের রেজাল্টই বলে দেবে বিরোধী দল কারা কারা হবে?’

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের হলে তার পক্ষে কি দলের নেতারা ইলেকশন করতে পারবে তার জবাবে তিনি বলেন, ‘ইটস ওপেন, সে অধিকাররটা তো দেওয়া হয়েছে। যে স্বতন্ত্র ইলেকশনটা করছে সে যদি আওয়ামী লীগার হয় তার সঙ্গে যদি অন্য আওয়ামী লীগাররা যদি তার ক্যাম্পেইন করে এখানে কোনো দোষের কিছু আছে বলে বলা হয়নি। নতুন একটা স্ট্রাটেজিতে আমরা বাংলাদেশের ওয়েস্ট মিনিস্টার টাইপের ডেমোক্রেসি, একটা নতুন এক্সপ্রেরিয়েন্স আমরা নিতে যাচ্ছি। বিশ্বকেও দেখাতে চাচ্ছি, জনমত নিয়ে এটিও ডেমোক্রেসি।’

সারাবাংলা/এনআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন