বিজ্ঞাপন

প্লট-ফ্ল্যাট বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

May 9, 2024 | 8:11 am

এমদাদুল ইসলাম ভূট্টো, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: প্লট ও ফ্ল্যাট বিক্রির নাম করে ঠাকুরগাঁওয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিনিয়োগের টাকা ফেরত না পেয়ে অনিশ্চিত দিন পার করছেন ভুক্তভোগীরা। আর এই প্রতারণার শিকারদের মধ্যে বেশিরভাগই নারী।

বিজ্ঞাপন

অভিযোগে জানা যায়, লাখে প্রতি মাসে চার হাজার টাকা লভ্যাংশ, আকর্ষণীয় বেতনে চাকরি এবং প্লট ও ফ্ল্যাট দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি। প্রায় ৭ মাস ধরে ঠাকুরগাঁও জেলা শহরের ঘোষপাড়া মহল্লায় বাড়ি ভাড়া নিয়ে সাধারণ মানুষদের বোকা বানিয়ে এই প্রতারণা চালিয়ে আসছে চক্রটি।

জানা যায়, রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি ২০২৩ সালের শেষ দিকে জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পায়। এরপর ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আরাজি চন্ডীপুর গ্রামে এ এন এম রোকন উদ্দীন ভূঁইয়ার কাছে ২ কোটি ৯০ লাখ টাকায় ৩ একর ৩৩ শতাংশ জমি ১ লাখ টাকায় বায়না করেন প্রতিষ্ঠানের এমডি বাবুল আকতার। সেই জমিতে প্রকল্পের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের সদস্যরা।

তবে তাদের কাজের সাথে কথার মিল না থাকায় বিষয়টি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যদের গত ১৮ এপ্রিল অবরুদ্ধ করে রাখে ভূক্তভোগীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

ভূক্তভোগী ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ইদ্রিস আলী বলেন, ‘এনজিও থেকে ঋণ করে ২ লাখ টাকা দিই। আমার স্ত্রীও আরও ৫০ হাজার টাকা দিয়েছে। এখন শুনছি এমডি পালিয়ে গেছে।’

ঠাকুরগাঁও শহরের হলপাড়া মহল্লার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার কাছে দুই লাখ টাকা নিয়েছে। আমাকে বলেছিল, আমার শুধু অফিসিয়ালি কাজ থাকবে। কিন্তু তার সবই মিথ্যে, পরে আমি বললাম আমার টাকাটা ফেরত দেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করে।’

বিজ্ঞাপন

জমির মালিক এ এন এম রোকন উদ্দীন ভূঁইয়া বলেন, ‘প্রতিষ্ঠানের এমডি ৩ একর ৩৩ শতাংশ জমি ২ কোটি ৯০ লাখ টাকায় কিনবেন বলে আমার সঙ্গে চুক্তি হয়। সে মোতাবেক অগ্রিম ৬৫ লাখ টাকার চেক এবং ১ লাখ টাকা নগদ দেয়। আমি চেক নিয়ে ব্যাংকে গিয়ে দেখি এ হিসাবে কোনো লেনদেন হয়নি। এতে আমার সন্দেহ হয় এবং জানতে পারি এই প্রতিষ্ঠানের লোকজন দিনাজপুরে সাধারণ মানুষদের ঠকিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’

রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেডের চেয়ারম্যান শামিমা আজাদ

রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেডের চেয়ারম্যান শামিমা আজাদ

রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেডের চেয়ারম্যান শামিমা আজাদ বলেন, ‘গত এক দেড়মাস যাবত সমস্যাগুলো দেখা দিয়েছে। আমাদের কিছু স্টাফও বলছে আপনারা যদি কোম্পানিটা চালাতে চান তাহলে এমডিকে বাদ দিয়ে চালাতে হবে। ওনার কাছে এখন পর্যন্ত যত টাকা এসেছে, সেটা জমা হয়নি। কোন ডকুমেন্টসও নাই, ওনাকে বার বার সতর্ক করা হয়েছে।’

এছাড়া গ্রাহকদের কাছে প্রায় ৪১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তবে টাকা ফেরতের ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি চেয়ারম্যান শামিমা আজাদ।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পুলিশ পরিদর্শক এহেসানুল কবির বলেন, ‘কেউ যদি অভিযোগ করে বা মামলা করে তাহলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ‘অনুমতি ছাড়া আমানত সংগ্রহের কাজ করা যাবে না। যদি তাদের দ্বারা কেউ প্রতারিত হয়, কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন