বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে তামিমের কাছে পরামর্শের সঙ্গে ব্যাটও পেলেন যুবারা

January 5, 2024 | 6:23 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

যুব বিশ্বকাপ খেলতে দুদিন পর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে তামিম ইকবালের কাছ থেকে দারুণ উপহার পেলেন যুব দলের ক্রিকেটাররা। যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫জন ক্রিকেটারের জন্যই দামি ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম। মিরপুরে অনুশীলনের সময় যুবাদের পরামর্শও দিয়েছেন।

বিজ্ঞাপন

কিছুদিন আগে এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ যুব দল। এশিয়া কাপ চলাকালেই ‘ভালো ব্যাটে’র আবদার ছিল যুব দলের ব্যাটারদের। এদিকে, বাংলাদেশে সবচেয়ে ভালো ব্যাটের কালেকশন থাকে তামিমের কাছে। যুব দলের নির্বাচক হান্নান সরকার যোগাযোগ করেন তামিমের সঙ্গে।

যুব ক্রিকেটারদের জন্য ৩-৪ টি ব্যাট চেয়েছিলেন হান্নান। তামিম তাতে সায় দেন। পরে তামিম নিজে হান্নান সরকারের সঙ্গে কথা বলে জানান, বিসিবির সঙ্গে আলোচনা করে যুব দলের সব ক্রিকেটারের জন্যই ব্যাটের ব্যবস্থা করেছেন তিনি।

যুবাদের জন্য পাকিস্তানের বিখ্যাত সিএ ব্র্যান্ডের ব্যাট বানিয়ে নিয়েছেন তামিম। আজ সেই ১৫টি ব্যাট নিয়ে এসেছিলেন মিরপুরে। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে কদিন ধরেই অনুশীলন করছেন যুব দলের ক্রিকেটাররা। যুবাদের আজ ব্যাট বুঝিয়ে দিয়েছেন তামিম। সেই সঙ্গে বিশ্বকাপের আগে যুবাদের নানান পরামর্শও দিয়েছেন। যাতে স্বাভাবিকভাবেই উচ্চসিত যুব দলের ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

যুব দলের ব্যাটার আশিকুর রহমান শিবলি বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা সেগুলো পেয়েছি। অনেক ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান (যুব দলের নির্বাচক হান্নান সরকার) স্যারের মাধ্যমে এসেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’

তামিমের কাছ থেকে দারুণ সব প্রশংসাও পেয়েছেন জানালেন শিবলি, ‘(তামিম) ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই পরামর্শ দিয়েছেন। উনার ভালো-খারাপ সময়, জানিয়েছেন কীভাবে উনি কামব্যাক করেছে।’

বিষয়টি বর্ণনা করতে গিয়ে যুব দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘গত এশিয়া কাপের সময়ই যুব ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চাচ্ছিল। তখন আমি তামিমের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তামিম জিজ্ঞেস করে, কয়টা ব্যাট লাগবে। আমি বলেছিলাম ৩-৪টা ব্যাট দিলে আমি চালায়ে নিতে পারব। পরে আবার নিজ থেকে যোগাযোগ করে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা সবার (১৫জন) জন্যই ব্যাটের ব্যবস্থা করবে বলে জানায় তামিম। এখন সে ব্যাটগুলো পেয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা উচ্ছ্বসিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন