বিজ্ঞাপন

তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

March 11, 2024 | 2:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হামলা-মামলার ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া তিনজন হলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসেন (মাসুদ), কাজী বশির আহমেদ ও শ্যামা আক্তার।

তাদের মধ্যে দুইজন আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফকে মারধর ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে রোববার (১০ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন, আইনজীবী কাজী বশির আহমেদ ও আইনজীবী শ্যামা আক্তারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যথাক্রমে ২০১৭ সালের ১২ জুন, ২০১৭ সালের ১৯ অক্টোবর এবং ২০১৯ সালের ৭ জুলাইয়ের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের মধ্যে মো. জাকির হোসেন ও কাজী বশির আহমেদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হামলার ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফের করা মামলার আসামি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন