বিজ্ঞাপন

শূন্যতে লিটন ফেরার পর বাংলাদেশকে পথ দেখাচ্ছেন শান্ত-সৌম্য

March 15, 2024 | 3:39 pm

স্পোর্টস ডেস্ক

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি। আগের ম্যাচের মতো শূন্য রানেই ফিরেছেন লিটন দাস। লিটন ফিরলেও অধিনায়ক শান্ত-সৌম্যতে ধাক্কা সামলে বড় স্কোরের দিকে এগুচ্ছে বাংলাদেশ। শান্ত ফিরলেও ক্রিজে টিকে আছেন দুর্দান্ত ব্যাটিং করা সৌম্য। ১৪ ওভার পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রানে।

বিজ্ঞাপন

ইনিংসের তৃতীয় বলেই মাদুশাংকার বলে ওয়াল্লালাগের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। শান্তও নিজের প্রথম ওভারেই ফিরতে পারতেন। কয়েক বলের ব্যবধানে দুইবার জীবন পেয়েছেন তিনি। প্রথমে স্লিপে তার ক্যাচ মিস হয়েছে, পরের বলেই বল ব্যাটের কানায় লেগে কিপারের হাতে গেলেও কেউ আবেদনই করেননি!

জীবন পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সৌম্যও। লংকান বোলারদের হতাশায় ডুবিয়ে এই জুটি তোলে ৭৫ রান। ব্রেকথ্রু পেতে আবারও মাদুশাংকাকে বোলিংয়ে ফেরান মেন্ডিস। ফেরার ওভারেই শান্তকে আউট করেছেন তিনি। ৬টি চারে সাজানো ইনিংসে শান্ত করেছেন ৩৯ বলে ৪০ রান।

শান্ত ফিরলেও ক্রিজে টিকে আছেন সৌম্য। ৩৮ বলে ৩৩ রানে অপরাজিত আছেন তিনি, মেরেছেন ৫টি চার। অন্য প্রান্তে ভালো কিছুর আভাস দিচ্ছেন তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন