বিজ্ঞাপন

০ রানে ৭ উইকেটে ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটারের রেকর্ড!

April 26, 2024 | 9:00 am

স্পোর্টস ডেস্ক

টি-২০ ক্রিকেটে একজন বোলার কতটা ভয়ংকর হতে পারেন? দর্শকের কল্পনার অনেক বাইরেই গিয়েই অবিশ্বাস্য এক কীর্তি গড়ে দেখালেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়া। মঙ্গোলিয়ার বিপক্ষে কোন রান না দিয়েই ৭ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েছেন এই ১৭ বছর বয়সী অফস্পিনার। নারী টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই সেরা বোলিং ফিগার।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার বালিতে টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫১ রান তোলে ইন্দোনেশিয়া। জবাবে ব্যাটিং নেমে দাঁড়াতেই পারেনি মঙ্গোলিয়া। রোহমালিয়ার অবিশ্বাস্য এক স্পেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। ৩ ওভার ২ বলে কোন রান না দিয়েই প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নেন রোহমালিয়া। তার অসাধারণ বোলিংয়েই মাত্র ২৪ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া।

নারী ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট পেলেন রোহমালিয়া। নারীদের টি-২০ ক্রিকেটে এতদিন সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের ফ্রেড্রিক ওভারডিকের। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়াও আর্জেন্টিনার অ্যালিসন স্টকস পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন