বিজ্ঞাপন

আগারগাঁওয়ে বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, হাসপাতালে মেয়ে

April 7, 2024 | 10:20 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ বছরের বয়সী এক কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, ছেলে-মেয়েকে হত্যাচেষ্টা চালানোর পর বাবা নিজেই ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও তালতলা মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় ও স্বজনদের দেওয়া খবরে ওই বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে শেরে বাংলা নগর থানা পুলিশ। আত্মহত্যা করা বাবার নাম মো. মশিউর রহমান। তিনি আগে চাকরি করতেন, বর্তমানে কিছু করছিলেন না। ছেলের নাম সাদাত। সে ইন্টারমেডিয়েটের শিক্ষার্থী। আর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি মেয়ের নাম সিনথিয়া।’

শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহাদ আলী বলেন, ‘বিকেলে আমাদের কাছে খবর আসে তালতলা মোল্লাপাড়ার একটি বাসায় বাবা-ছেলে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসার ফ্যানের সঙ্গে ঝুলছে বাবা মশিউর রহমান। আর ছেলে সাদাত বিছানায়।’

বিজ্ঞাপন

তিনি আর বলেন, ‘সুরতহালে দেখা গেছে, ছেলে সাদাতের গলায় রশির দাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো ছেলে-মেয়েকে হত্যাচেষ্টার পর বাবা আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে মেয়েকে পাইনি। পুলিশ যাওয়ার আগেই সিনথিয়া নামে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।’

সুরতহাল শেষে বাবা ও ছেলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং এটি হত্যা না কি আত্মহত্যা- পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি আহাদ আলী।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন