বিজ্ঞাপন

‘কিশোর গ্যাংয়ের নেপথ্যে যেই থাকুক, কঠোর ব্যবস্থা’

April 10, 2024 | 10:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত মন্ত্রিসভার মিটিংয়ে অনানুষ্ঠানিকভাবে কিশোর গ্যাং নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে বিভিন্ন জেলা শহরে এই কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যেন যথাযথ পদক্ষেপ নেয় সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও তাদের হামলায় এ দিন এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিশোর গ্যাংদের গ্রেফতারের পর স্বাভাবিক জেলে না রেখে তাদের সংশোধনাগারে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, সাধারণ জেলে যদি তাদেরকে পাঠানো হয়, সেখানে থাকা অন্যান্য সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়ে তারা আরও ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠতে পারে।’

মন্ত্রী বলেন, ‘কিশোর গ্যাং দেশে নতুন একটি সমস্যা। এটিকে দূর করতে সরকার কাজ করছে। কিশোর গ্যাংয়ের নেপথ্যে যেই থাকুন না কেন, যে দলেরই হোক না কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন