বিজ্ঞাপন

সুন্দরবনের আগুন কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে

May 6, 2024 | 5:26 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এ আগুন আরও কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (০৬ মে) মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের আগুনের সবশেষ পরিস্থিতি জানতে চান স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুন্দরবনের সবশেষ অবস্থা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীকে সবশেষ পরিস্থিতি অবহিত করেন। স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রিসভাকে জানিয়েছেন বর্তমানে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রনে তবে শতভাগ নেভেনি। তবে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি বলেন, বনের আগুন সহজে নেভে না। লতা পাতায় কোনো না কোনোভাবে আগুন থেকে যায়, সেসব দুই তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওই ঘটনায় ফায়ার সার্ভিসের পুরো টিম কাজ করছে। ৫৫ জন ফায়ার কর্মী দেড়শোর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছে। দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নেভানো হচ্ছে ঝুঁকি নিয়ে। একটা চ্যালেঞ্জিং বিষয় ছিলো বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শনিবার (৪ মে) সুন্দরবনে ভয়াবহ আগুন লাগে। যা নেভাতে ২৪ ঘণ্টা সময় লেগে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন