বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তি খুঁজব : নির্বাচন কমিশনার

December 21, 2017 | 5:36 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নির্বাচনে সুক্ষ্ম কারচুপির যে অভিযোগ তুলেছে বিএনপি, সে বিষয়টি আমলে নিয়ে এর ভিত্তি খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রংপুর সিটি নির্বাচন শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন রংপুরে একটি মডেল নির্বাচন করতে চেয়েছিলো। তা করতে গিয়ে যেখানে যা প্রয়োগ করার প্রয়োজন ছিলো তা করা হয়েছে। নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনে কারচুপি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি কোন অভিযোগ করে তবে তাকে তো আমরা ফেরাতে পারবো না। আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে কোথাও অনিয়ম কিংবা কারচুপির ঘটনা ঘটেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। যেহেতু তারা অভিযোগ করেছে আমরা আমাদের মতো করে সে অভিযোগের ভিত্তি খুঁজব।

এ সময় নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কমিশনার রফিকুল ইসলাম।

সারাবাংলা/এমএস/এমআই

বিজ্ঞাপন

আরও পড়ুন:

খোঁজ নিয়েছি, বিএনপির অভিযোগ সঠিক নয় : সিইসি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন