বিজ্ঞাপন

বাস-ট্রাকে আসছেন নেতাকর্মীরা

March 7, 2018 | 2:56 pm

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের জনসভা সফল করতে দূর-দূরান্ত থেকে দলীয় নেতাকর্মীরা বাস-ট্রাকযোগে আসতে শুরু করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বুধবার (৭মার্চ) দুপুরে রাজধানী সোহরাওয়াদী উদ্যানের পাশের রাস্তাগুলোতে বাস-ট্রাকের সংখা ছিল অনেক। বাসের ছাদে মাইক ও ট্রাকের মধ্যে লাউড স্পিকার বাজাতে দেখা যায়। এ সব মাইক-লাউড স্পিকারে শোনানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ।

বিজ্ঞাপন

সোহরাওয়াদীর জনসভায়কে সফল করতে ঢাকার অাশপাশের জেলা থেকে অাওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা মিছিলে মিছিলে যোগদান করছে। রাজধানীর সোহরাওয়াদী উদ্যানটি এরই মধ্যে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছেন।

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, রূপগঞ্জ, সাভারসহ রাজধানীর চার পাশ থেকে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হচ্ছেন। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে জনসভায় বাড়ছে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি।

নারায়ণগঞ্জ থে‌কে আশা শরীফুল সারাবাংলা‌কে জানায়, ৭ মা‌র্চের জনসভা‌কে সফল কর‌তে নারায়ণগঞ্জ থেকে এসেছি। বঙ্গবন্ধুর ভাষ‌ণটি আমা‌দের স্বাধীনতা এনে দি‌য়ে‌ছিল । এ ভাষণ থে‌কে আমরা অনুপ্রা‌ণিত হই। আজ প্রধানমন্ত্রীর ভাষণ আমরা শুনব এবং তা মেনে চলব।

বিজ্ঞাপন

গা‌জীপুর থেকে আসা আওয়ামী লী‌গের কর্মী সাদ্দাম বলেন, ‘নেত্রীর ভাষ‌ণে আগা‌মী নির্বাচ‌নে কিছু দিক নির্দেশনা থাক‌বে ব‌লে আমরা আশা করি। তার পরামর্শ অনুযায়ী আগামী নির্বাচনে আমরা নেত্রীকে তৃতীয়বারের মতো নির্বাচিত করব ইনশাল্লাহ।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোহরাওয়াদী উদ্যানের সেই ৭ মার্চের ভাষণস্থলে তার কন্যা অাওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অাজ ভাষণ দেবেন। তার ভাষণের অপেক্ষায় রয়েছে ঢাকাসহ দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর মুখে অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়ার অাশায় অধীর অাগ্রহে অপেক্ষা করছেন বলে অাগত নেতাকর্মীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/একে

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন