বিজ্ঞাপন

আইসিটি আইনে গ্রেফতার শহীদুল আলম, ১০ দিনের রিমান্ড আবেদন

August 6, 2018 | 4:58 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ও উসকানি ছড়ানোর অভিযোগে প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনও করেছে পুলিশ।

সোমবার (৬ আগস্ট) বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৫)। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আরমান আলী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন।

এর আগে, রোববার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহীদুল আলমকে তার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের অ্যাডিশনাল কমিশনার কাজী শফিউল আহমেদের বরাত দিয়ে শহীদুল আলমের পার্টনার অধ্যাপক রেহনুমা আহমেদ সারাবাংলা’কে বলেন, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে শহীদুল আলমকে আটক করা হয়েছে। সোমবার দুপুরের দিকে তিনি নিজেও মুখ্য মহানগর হাকিমের আদালতে পৌঁছেছেন বলে জানান। এ সময় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার সঙ্গে ছিলেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সিএমএম কোর্টে নেয়া হচ্ছে শহীদুল আলমকে, মামলা আইসিটি অ্যাক্টে

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন