বিজ্ঞাপন

অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে মস্কোতে বৈঠক

October 18, 2018 | 9:46 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠক আগামী ২২ থেকে ২৪ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে।

অর্থনৈতিক উন্নয়নে গত দুই বছর আগে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে আন্তঃসরকার কমিশন গঠন করা হয়। কিন্তু বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বৈঠকের তারিখ মিলছিল না।

সূত্র জানিয়েছে, দুই দেশের আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন