বিজ্ঞাপন

এখনও আছে শিলাবৃষ্টির সমন

March 25, 2018 | 9:32 am

||মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর||

বিজ্ঞাপন

চৈত্রের আজ ১১তম দিন। চৈত্র মাসটাও দেখতে দেখতে মাঝামাঝি চলে আসল। বৃষ্টি ছাড়া চৈত্র এবার খুব খুব রুক্ষ। বৃষ্টির আসার দেরি দেখে কুয়াশাও যেতে পারছে না। কাউকে না কাউকে তো পৃথিবীটাকে সিক্ত রাখার দায়িত্ব নিতে হবে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা আছে ঢাকায় বৃষ্টি হতে পারে। শুধু ঢাকাতে না, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট সবখানেই বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিতে বজ্রপাত হবে, শিলাও পড়বে। আকাশেও ৩০ শতাংশের উপরে মেঘ আছে তবে এখন পর্যন্ত বৃষ্টি নামানো মেঘ এসে পৌঁছায়নি, দেখা যাক বৃষ্টি আজ আসতে পারে নাকি আজও ফাঁকি দেয়!

এমনিতে আজকের আবহাওয়া খুব দারুণ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও আকাশে মেঘ আছে তবে অতিবেগুনী রশ্মির ইনডেক্স ৯ পর্যন্ত উঠবে।

বিজ্ঞাপন

যেহেতু রোদ বৃষ্টি দুটোর সম্ভাবনাই আজ তুঙ্গে আছে একটা ছাতা ব্যাগে ফেলে রাখা ভালো। দুটোই ভালোভাবে কাটানো যাবে।
দিনটা পার হয়ে গেলে আজ ২৫ শে মার্চের কাল রাত্রি। কাজ থেকে বাড়ি ফিরে পতাকাটা গুছিয়ে রাখা চাই। কাল আকাশ জুড়ে বাংলাদেশকে উড়াতে হবে তো!

ভালো কাটুক আজ সারাটা দিন।

শুভ সকাল!
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন