বিজ্ঞাপন

নির্বাচনে ৩০০ আস‌ন পে‌লে ইসি নিয়ে কথা বলবে না বিএন‌পি : কা‌দের

January 19, 2018 | 7:24 pm

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট
‘জাতীয় সংসদের তিন শত আসনই বিএনপি পাবে এমন নিশ্চয়তা পেলে তারা নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আর কোনও কথা বলবে না।’

বিজ্ঞাপন

সম্প্রতি উত্তর সিটি নির্বাচন স্থগিতের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকালে রাজধানীর রমনার ইন্সটিটিউসন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা অধ্যাপক মুনতাসির মামুন বলেন, ‘আমরা শুধু জামাতকে বলি, তারা পাকিস্তানের ধ্যান ধারণায় চলছে। আসলে বিএনপিও একই।’

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২১ বছর ক্ষমতার বাইরে থেকে আমাদের অর্জিত অনেক কিছু বর্জিত হয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। বিভীষিকায় হারিয়ে যেতে হবে। আর মুক্তিযুদ্ধ পাকিস্তানের দিকে ধাবিত হবে।’

অনুষ্ঠানে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর ক্রোড়পত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুনতাসির মামুন।

তিনি বলেন, ‘আজকে ক্রোড়পত্রটা পড়েছেন? এই ক্রোড়পত্র কিভাবে ছাপা হয়। সরকারের তথ্য মন্ত্রণালয় কি করে? বিএনপি যদি বাংলাদেশকে বিশ্বাস করতো তবে তারা জামায়েতের সাথে জোট করতো না।’

বিজ্ঞাপন

২৬ বছরের অভিযাত্রা ও নির্বাচনের বছরে নির্মূল কমিটির আন্দোলন শিরোনামে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সামসুল হুদা। বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, মেজর জেনারে (অব) আব্দুর রশীদ, শাহীন রেজা নূর, ডা. নূজহাত চৌধুরী, শমী কায়সার।

সারাবাংলা/এমএমএইচ/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন