বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণে অনিয়মের ঘটনায় জাতি উদ্বিগ্ন

July 17, 2018 | 11:14 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণে অনিয়মের ঘটনায় জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেছে গণফোরাম। এ ঘটনায় অনিয়মের সাথে জড়িত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে দলটি।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেল ৪টায় গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সম্পাদক পরিষদের এক সভায় এই উদ্বেগ জানানো হয়।

সভায় মোস্তফা মোহসীন মন্টু বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে ৯৬৩ কেজি স্বর্ণ রাখা ছিল। এর মধ্যে সোনার চাকতি হয়ে গেছে মিশ্র ধাতু। ২২ ক্যারেট সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট। এসব ঘটনা প্রমাণ করে, সমাজ আজ এত দুর্নীতিতে নিমজ্জিত যে বাংলাদেশ ব্যাংকের ভল্টও নিরাপদ নয়। দলীয় দুর্নীতিবাজদের কুদৃষ্টি এমনিভাবে দেশকে গ্রাস করেছে এবং জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে।

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে মোশতাক আহমেদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী, খান সিদ্দিকুর রহমান ও সাইদুর রহমান সাইদ বক্তব্য রাখেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন