বিজ্ঞাপন

হঠাৎ বন্ধ মোবাইল ইন্টারনেট সংযোগ

December 27, 2018 | 11:24 pm

। । সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে রাত ১০টা ২০ মিনিটের পর থেকে মোবাইলে ইন্টারনেটের সংযোগ পাওয়া যাচ্ছে না—বলে জানিয়েছেন গ্রাহকরা। তবে, মোবাইল ফোন অপারেট ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট বন্ধের তথ্য এখনো স্বীকার করেনি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, থ্রি-জি ও ফোর-জি ডাউন করা হলেও টুজি সচল রয়েছে। বেশ কয়েকজন গ্রাহক টু-জি ব্যবহার করা যাচ্ছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত দশটা বিশ মিনিটের পর থেকে রাজধানীর মহাখালী, সেগুনবাগিচা, শাহবাগ, গুলশান, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সচল না থাকার কথা জানান গ্রাহকরা।

বিজ্ঞাপন

এ ছাড়া ঢাকার বাইরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকেও এই অভিযোগ পাওয়া গেছে।

বিটিআরসির মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান সারাবাংলাকে বলেন,  ‘এখনো মোবাইল ইন্টারনেট বন্ধের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে।’

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন