বিজ্ঞাপন

হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রাঙ্গাঁ

December 3, 2018 | 6:31 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দলের মনোনয়ন দেওয়ার সময় অর্থ সংক্রান্ত কোনো লেনদেনে জড়িত থাকলে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাওলাদার ছাড়াও অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এ সব কথা বলেন।

উল্লেখ্য যে, পার্টির মনোনয়ন পেতে রুহুল আমিন হাওলাদারকে অর্থ দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা অভিযোগ করতে শুরু করেন। এ নিয়ে বনানী কার্যালয়ের সামনে অনেকে বিক্ষোভও করেন।

বিজ্ঞাপন

মহাসচিব হিসেবে জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার পর মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘জাতীয় পার্টিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে। তৃণমূলের সব নেতাকর্মীদের আবারও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাজোটের কাছে জাতীয় পার্টি ৫২টি আসন প্রত্যাশা করে। তবে মহাজোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই আসন চূড়ান্ত করা হবে। ৯ ডিসেম্বরের মধ্যেই আসন বণ্টন হবে। কোনোভাবেই মহাজোটে ভুল বোঝাবুঝি হবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘দলের মধ্যে কেউ মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।’

রাঙ্গাঁ আরও বলেন, ‘গত নির্বাচনের আগেও দলের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল তাতে আমরা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাইনি। এবারও নির্বাচনের পূর্বে একটি অশুভ শক্তি তৎপরতায় স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছিল। হায়েনার মতই অশুভ শক্তি তৎপরতা শুরু করেছিল।’

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনা করে জাপার নতুন মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা বিচারে সাত সাত বছর জেলখানায় আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন না দিয়ে, আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে।’

গণমাধ্যমের সাথে আলোচনায় নব নিযুক্ত মহাসচিব বলেন, ‘আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ তৃণমূলে আবারও ছড়িয়ে দেব। যাতে প্রতিটি মানুষ ভোট দেওয়ার আগে একবার হলেও ভেবে দেখবেন। তাদের সামনে তুলে ধরা হবে হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল। সাধারণ মানুষের কাছে আমরা এরশাদের উন্নয়ন, সুশাসন এবং মানবিক কর্মসূচি তুলে ধরতে পারলে, দেশের মানুষ অবশ্যই জাতীয় পার্টির লাঙলে ভোট দেবে।’

সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, সুনীল শুভ রায়, আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টামণ্ডলির সদস্য অ্যাডভোকট রেজাউল ইসলাম ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. নোমান, সোমনাথ দে প্রমুখ।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন