বিজ্ঞাপন

হাড় জ্বালানো গরমের দিনে

September 11, 2018 | 9:36 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

ভাদ্র মাসের ২৭ তারিখ আজ। এটা অবশ্য মুখে না বললেও হয়। বাজার ছেয়ে গেছে পাকা তালে। আর তালের মৌতাত করা গন্ধ প্রাণে জুড়িয়ে দিচ্ছে। এইসব পাকা তাল কোথা থেকে আসছে? গরমটা জুতমতো পড়াতেই না পাকা তালের এত্ত পাকামো!

গতকাল সারাদিন কেটেছে মেঘের মহড়ায়। কাজের কাজ কিচ্ছু হয় নাই। দেশের বেশিরভাগ এলাকায় কোনো বৃষ্টি হয়নি। তবে যেমন কথা ছিল রংপুরে খুব বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়া আর সৈয়দপুরে একদম ভারি বর্ষণই হয়েছে বলা যায়। তবে মধ্য অঞ্চল আর দক্ষিণ অঞ্চল মোটামুটি শুকনা ছিল।

মেঘে মেঘে লাভের লাভ একটাই হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩২ ডিগ্রিতে নেমেছে। এটা ভেবে অবশ্য খুব খুশি হওয়াও যাচ্ছে না। কারণ, আকাশে মেঘ আজকেও ৮০ শতাংশের উপরে, ওদিকে আপেক্ষিক আর্দ্রতাও বেশির দিকেই। তো গুমোট একটা গরম লাগবেই।

বিজ্ঞাপন

আজকে অবশ্য দেশের মধ্য থেকে দক্ষিণ অঞ্চলে বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা আজ একটা সুন্দর বৃষ্টি স্নাত দিনের আশা করতেই পারি।  নাহলে যে গরমটা লাগবে তাতে হাড় জ্বলে যাবে।

নিরাপদে কাটুক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন