বিজ্ঞাপন

পেরেসিচের আশা ম্যানচেস্টার ইউনাইটেড!

August 5, 2018 | 5:18 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০১৫ সাল থেকেই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলছেন ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার ইভান পেরেসিচ। গুঞ্জন উঠেছে দল বদলের মৌসুমে ২৯ বছর বয়সী এই মিডফিন্ডারকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে আগ্রহ আছে ক্রোয়াট তারকারও।

গত মৌসুমে পেরেসিচকে দলে নিতে চেষ্টা করলেও তাকে পায়নি ইউনাইটেড। কারণ, ৫০ মিলিয়ন ইউরো খরচায় তাকে দলে নিতে আগ্রহী ছিল না ইংলিশ ক্লাবটি। তবে রাশিয়া বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর তার প্রতি আবারও আগ্রহ বেড়েছে রেড ডেভিলসদের। হোসে মোরিনহো অবশ্য টার্গেটে রেখেছেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারকে। শোনা গেছে, পেরেসিচকে আনতে অবশ্য ফ্রান্স উইঙ্গার অ্যান্টনি মার্শালকে ছেড়ে দেবে ইউনাইটেড।

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই মিডফিল্ডার অবশ্য চাইছেন ইংল্যান্ড কিংবা স্পেনের কোনো ক্লাবে খেলেই ক্যারিয়ারটা শেষ করতে চান, ‘সত্যি কথা বলতে, বড় কোনো লিগ আসরে খেলে নিজেকে পরীক্ষা করতে চাই। তবে, বয়স নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ২৯ বছর বয়স হলেও ক্যারিয়ার লম্বা করার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

২০১১ সাল থেকেই ক্রোয়েশিয়া জাতীয় দলে খেলছেন পেরেসিচ। একই বছর থেকেই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে তিন মৌসুমে খেলেছেন এই মিডফিল্ডার। এরপর একই দেশের ক্লাব ওলফসবার্গে দুই মৌসুম খেলে ইন্টার মিলানে আসেন তিনি। এবার ক্রোয়াট এই মিডফিল্ডারের লক্ষ্য ইংলিশ কিংবা স্প্যানিশ ক্লাবে খেলা, ‘হ্যাঁ, ইংল্যান্ড ও স্পেনে খেলতে চাই। তবে এজন্য অনেক সময় আছে কি না সেটা আমার জানা নাই।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন