বিজ্ঞাপন

হারের পর সিটিজেনদের বড় ধাক্কা

January 1, 2018 | 9:57 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ে চলছিল ম্যানচেস্টার সিটি। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের রেকর্ড স্পর্শ করার আগেই হাল ছেড়ে দিতে হয়েছে সিটিজেনদের। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে টানা ১৯ ম্যাচ জেতার রেকর্ড বায়ার্নের, ম্যানচেস্টার সিটিকে থামতে হলো টানা ১৮ ম্যাচ জিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ে চলা দলটিকে থামিয়েছে ক্রিস্টাল প্যালেস। তাদের মাঠে গোলশূন্য ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ক্রিস্টাল প্যালেসের কাছে পয়েন্ট হারানোর পাশাপাশি আরও এক ধাক্কা খেয়েছে ম্যানসিটি। ম্যাচে চোট পাওয়ায় প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুসকে।

ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে হাঁটুতে চোট পান জেসুস। তার বদলি হিসেবে পরে মাঠে নামেন সার্জিও আগুয়েরো। ম্যাচ শেষে কোচ গার্দিওলা জানিয়েছেন, ‘জেসুস চোট পেয়েছে। আশা করি, এটা জটিল কিছু না। তবে তাকে হয়তো এক-দুই মাস বাইরে থাকতে হতে পারে।’

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, ম্যাচের শেষ দিকে চোট পেয়েছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনও। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। তবে ক্লাবের মেডিক্যাল স্টাফদের সহযোগিতায় দলের ড্রেসিং রুমের পেছনে হাঁটতে দেখা গেছে তাকে।

২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ২১ ম্যাচ খেলা লিভারপুলের সংগ্রহ ৪১ পয়েন্ট, অবস্থান চার নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে আর্সেনাল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন