বিজ্ঞাপন

ইরানে সেনা কুচকাওয়াজে গুলি, হামলাকারীসহ নিহত অন্তত ১১

September 22, 2018 | 12:57 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইরানে সেনাবাহিনীর কুচকাওয়াজে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দক্ষিণ-উত্তর ইরানের আহভাজ শহরে চালানো ওই হামলায় কয়েকজন মারা গেছেন।

গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে যেখানে কুচকাওয়াজ হচ্ছিল তার কাছের একটি পার্ক থেকে গুলি চালানো হয়। ওই বন্দুকধারীদের পরনে ছিল সেনাবাহিনীর পোশাক। প্রায় ১০ মিনিট ধরে গুলি চালায় তারা। এতে সেনাবাহিনীর অন্তত ৯ সদস্য মারা যান।  তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারায় দুই বন্দুকধারী।

এছাড়া দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় ডেপুটি গভর্নর আলী হোসেন।

বিজ্ঞাপন

সেখান থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আহত সেনা সদস্যদের। তবে কতজন মারা গেছেন সেই তথ্য এখনো জানা যায়নি। গণমাধ্যমে পাওয়া গেছে আহত এক শিশুর ছবি।

বিবিসি জানিয়েছে, আহতের সংখ্যা অন্তত ২০ জন। আহতদের মধ্যে সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন স্থানে আয়োজিত এই কুচকাওয়াজের মাধ্যমে ১৯৮০-৮৮ সালের ইরান যুদ্ধের বার্ষিকী পালন করা হচ্ছে।

১৯৮০ সালের সেপ্টেম্বর মাঝে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরে জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৮৮ সালের আগস্ট মাসে অবসার ঘটে দীর্ঘ এই যুদ্ধের। শিয়া মতাদর্শের ইরানের জনগণের কাছে ওই যুদ্ধ পবিত্র প্রতিরোধ হিসেবে পরিচিত।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন