বিজ্ঞাপন

‘নারী স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে অগ্রগতি অসম্পূর্ণ’

September 22, 2018 | 4:12 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নির্বাচনের সময় সংখ্যালঘুসহ সব নারীই হয়রানি ও হামলার শিকার হয়। তাই তাদের সুরক্ষার জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে ‘বাংলাদেশ অ্যালায়েন্স ফর ওমেন লিডারশিপ’ নামের একটি সংগঠন।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, ‘নারীর স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে দেশের দেশের অগ্রগতি অসম্পূর্ণ থেকে যাবে। তাই টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষকে একসঙ্গে এগিয়ে চলার ক্ষেত্র তৈরি করতে হবে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘জীবনের সব ক্ষেত্রেই বই অনেক তথ্য বহন করে চলে। এ তাই যেকোনো সৃষ্টিকে ফেলে দেওয়া উচিত নয়। লেখাপড়া শুধু কবিতা বা প্রবন্ধ লেখা নয়, জ্ঞানের জগতে প্রবেশ করতে হলে পড়ার অভ্যাস তৈরি করতে হবে। কোনো বই-ই নিষিদ্ধ করা উচিত নয়।’

বিজ্ঞাপন

পরে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বিডল সম্মেলন-২০১৮’ উপলক্ষে ‘নির্বাচনে নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণে সমর্থন’ শীর্ষক সম্মেলন ও ‘এম্পাওয়ার্ড ওমেন অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, ‘সিলেটের কনক পুরকায়স্থের কথা সমাজের কজনে জানে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০০ বছরের ইতিহাসে একমাত্র তিনিই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছিলেন। এই মেধাবী মানুষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন থাকাকালেই যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার ওপর একটি বই লেখার কারণেই তথ্য সংরক্ষিত রয়েছে। কাজেই যেকোন বই বা সৃষ্টি ফেলে দেওয়া উচিত নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপোঅ তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। সেই পরিসংখ্যান অনেক দেশের চেয়ে ভালো। তবে সেটা এখনও যথেষ্ট নয়। নির্বাচনসহ সব সেক্টরে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীবান্ধব নীতির প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এটা ধরে রেখে এগিয়ে যেতে হবে। জাতিসংঘ বাংলাদেশের নারীর ক্ষমতায়নে কাজ করছে। নারীর অর্থনৈতিক কাজের মূল্যায়নেও কাজ করছে জাতিসংঘ।’

সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ অ্যালায়েন্স ফর ওমেন লিডারশিপের(বিডল) প্রেসিডেন্ট নাসিম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিডলের উপদেষ্টা এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী। ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক সানজিদা হক। আগামী নির্বাচনকে সামনে রেখে বিডল প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন পর্যায়ের নারী, পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সারাবাংলা/এমএস/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন