বিজ্ঞাপন

প্রথম বাংলাদেশি, বিশ্ব ক্রিকেটের ৩৩তম মুশফিক

September 26, 2018 | 10:39 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের অপেক্ষা ছিল সপ্তম ওয়ানডে সেঞ্চুরির। ১ রানের আক্ষেপ নিয়ে থাকতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করে তিনি খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস। আজ পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছেন ৯৯ রান করে। ১১৬ বলে মুশফিকের সাজানো ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার।

দলীয় ১২ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে, তখন আবারো ব্যাটহাতে রানের ফোয়ারা ছোটান চাপকে দূরে ঠেলে দেওয়া মুশফিক। দারুণ ব্যাট করতে থাকা মুশফিক মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেনি। তাতে হয়নি ওয়ানডেতে তার সপ্তম সেঞ্চুরি। ৯৯ রানের যন্ত্রণা নিয়ে ফিরলেও তাতে লিখে ফেলেছেন অন্যরকম এক গল্প।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো ব্যাটসম্যান ৯৯ রানে আউট হননি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে আউট হলেন ৯৯ রানে। এশিয়া কাপেও ৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান মুশফিক। ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান ছিলেন ইংল্যান্ডের জিওফ বয়কট। ১৯৮০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে ১৫৯ বলে করেছিলেন ৯৯। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম হলেও, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এর আগে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে আরও ৩২ বার। মুশফিক এই তালিকায় ৩৩তম।

বিজ্ঞাপন

৯৯ রানে অপরাজিত থাকার গল্প আছে ১৪টি। তবে, ওয়ানডেতে ৯৯ রানে সবচেয়ে বেশিবার আউট হওয়া ক্রিকেটারের নাম ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। তিনবার ফিরেছেন সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে। ২০০৭ সালে তিনি তিনবার ৯৯ রানে আউট হয়েছিলেন। এছাড়া সনাৎ জয়াসুরিয়া ২ বার আউট হয়েছেন ৯৯ রানে।

২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক আউট হয়েছিলেন ৯৮ রান করে। এবার সে রেকর্ডটিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৯৮ রানে রেমন্ড প্রাইসের বলে আউট হন মুশি। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ রানে আউট হয়েছিলেন তিনি। সাদা পোশাকে নার্ভাস নাইনটিজের ঘরে মুশফিক তিনবার আউট হয়েছিলেন।

মুশফিকের আগে সবশেষ ক্রিকেটার হিসেবে গত বছর ৯৯ রানে সাজঘরে ফিরেছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

বিজ্ঞাপন

এছাড়া, সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হওয়া ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন পাকিস্তানের রমিজ রাজা, দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ল্যান্স ক্লুজনার, গ্রায়েম স্মিথ, জেপি ডুমিনি, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের ভিভিএস লক্ষন, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, লুক রঞ্চি, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ, ইয়ন মরগান, জস বাটলার, অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলঙ্কার দিলশান, কুশল পেরেরারা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন