বিজ্ঞাপন

কুড়িগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

October 11, 2018 | 7:40 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে পুলিশের উপপরিদর্শকসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ জানায়, বৃহস্পতিার বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের জিয়া বাজারে দোকানে পলিথিন রাখার দায়ে নীরব স্টরের মালিক নুর আলমের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুন। এসময় বাজার কমিটির লোকজন ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা কাটাকাটি হয় ম্যাজিস্ট্রেটের। এর এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুড়লে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুল হক ও এক পুলিশ সদস্যসহ ১০জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/জেডএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন