বিজ্ঞাপন

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমার বিজিপির আরও ৫ সদস্য

May 10, 2024 | 12:10 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর সাবরাং পয়েন্ট দিয়ে পালিয়ে আশ্রয় নিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির আরও পাঁচ সদস্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।

স্থানীয়দের বরাত দিয়ে আদনান চৌধুরী বলেন, ‘বেলা ১১টার দিকে টেকনাফের নাফ নদীর সাবরাং ইউনিয়নের খুরেরমুখ পয়েন্ট দিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় বিজিপির পাঁচ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাদের হাতে ভারি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিল। তাদের পরনে ছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পোশাক।’

তিনি বলেন, ‘বিজিপি সদস্যদের নৌকাটি নাফ নদীর তীরে পৌঁছলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবির সদস্যরা তাদের ঘিরে ফেলে। তখন তারা অস্ত্র জমা দিয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করে। এর পর তারা আশ্রয় প্রার্থনা করেন।’

বিজ্ঞাপন

ইউএনও আরও বলেন, ‘পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। এর পর বিজিবি সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।’

এদিকে, বিকেল ৫ টার দিকে মিয়ানমার শান্তিরক্ষী বাহিনীর এই পাঁচ সদস্যকে গাড়ি যোগে ২০ কিলোমিটার দূরের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু।

উল্লেখ্য, গত রোববার টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে তিনটি কাঠের ট্রলারে করে বিজিপির ৮৮ সদস্য পালিয়ে এসেছেন। তাদেরও হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগেও দুই দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৫ এপ্রিল ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। তারও আগে পাঠানো হয় ৩৩০ জনকে। এদের মধ্যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও কাস্টমস কর্মকর্তারা ছিলেন।

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞামিঠাপুকুর-পীরগঞ্জে নির্বাচন কাল, ভোটার উপস্থিতিই চ্যালেঞ্জরামপুরা-মোহাম্মদপুরে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধর‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহারছাদ থেকে পড়ে মানসিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুএকদিন এই আর্সেনাল শিরোপা জিতবেই: আর্টেটাহেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী নিহতরাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, সেখানে ‘প্রাণের চিহ্ন নেই’আগামী মৌসুমেই সিটিকে বিদায় বলবেন 'ক্লান্ত' গার্দিওলা?রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের সন্ধান মিলেছে সব খবর...
বিজ্ঞাপন