বিজ্ঞাপন

শেরে বাংলা নগরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

December 17, 2018 | 5:12 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর শেরে বাংলা নগর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর নির্বাচন কমিশন ভবনের পাশে শেরে বাংলা নগর এলাকায় প্রায় ৫ হাজার বর্গফুট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ডিএনসিসির ভ্রাম্যমান আদালত। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্টেট মো. সাজিদ আনোয়ার।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে অবৈধভাবে স্থাপিত ১৫০টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, শেডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। ডিএনসিসির এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন- ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানসহ অন্যরা।

সারাবাংলা/এসএইচ/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন