বিজ্ঞাপন

শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাসের অংশ হলেন দুই নারী

January 2, 2019 | 1:47 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

অবশেষে ভারতের কেরালার শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পেরেছেন চল্লিশোর্ধ্ব দুই নারী। বিন্দু আমিনি (৪২) ও কনকা দুর্গা (৪৪) নামে ওই দুজন বুধবার (২ ডিসেম্বর) ভোরে মন্দিরে প্রবেশ করেন। খবর বিবিসির।

বিগত কয়েকমাস ধরে নারীরা মন্দিরে প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিলেন। ঐতিহ্যগতভাবে কেরালার শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ঋতুকালীন বয়সের নারীরা ঢুকতে পারতেন না।

গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে একশ বছরের রীতি ভেঙে প্রথমবারের মতো মন্দিরটিতে প্রবেশে নারীদের আইনি অধিকার দেয়। তবে শতাব্দী প্রাচীন ধর্মীয় রীতিকে বাঁচিয়ে রাখতে মরিয়া হাজারও ভক্ত নারীদের মন্দিরে ঢুকতে দিচ্ছিল না।

বিজ্ঞাপন

মন্দিরে সর্বপ্রথম প্রবেশ করা বিন্দু আমিনি বলেন, আমি মন্দিরে প্রবেশ করেছি এবং ঠাকুরকে দেখেছি।

আরও পড়ুন: শবরীমালা বিতর্ক: প্রতিবাদে কেরালায় ৬২০ কি.মি. নারীপ্রাচীর

মন্দির কর্তৃপক্ষ বলছে, নারীরা মন্দিরকে অপবিত্র করেছেন। শুদ্ধিকরণের জন্য মন্দির এক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়জন বলেন, নারীদের শবরীমালা মন্দিরে প্রবেশের ঘটনা ঐতিহাসিক। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ‘আয়াপ্পা ধর্ম সেনা’ নামে মৌলবাদী একটি সংগঠনের সদস্য রাহুল ঈশ্বর বলেন, আমি মনে করি না এমনটা হয়েছে। তবে ওই দুই মহিলা গোপনে মন্দিরে প্রবেশ করে থাকতে পারে। বিষয়টি সত্য হলে উপযুক্ত ব্যবস্থা নেব।

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন