বিজ্ঞাপন

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছে

January 14, 2018 | 1:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি। রোববার (১৪ জানুয়ারি) বেলা ১২টা থেকে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দুপুর পৌঁনে ১টা পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন তিন নেতা।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি করছেন। মনোনয়ন ফরম বিক্রির এক পর্যায়ে তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাইয়ের পর আগামীকালই ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হবে বলে আশা করছি।’

মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান ও বিএনপির প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক শাকিল ওয়াহেদ। এছাড়া ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের পক্ষে সিনিয়র সহ-সভাপতি বজলুল বাছিদ আঞ্জু মনোনয়ন ফরম কিনেছেন।

বিএনপির মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে।

বিজ্ঞাপন

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। এই সিটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জানুয়ারি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

সারাবাংলা/এজেড/এনএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন