বিজ্ঞাপন

বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী, আবৃত্তি গান স্মৃতিকথায় সন্ধ্যা পার

January 9, 2019 | 10:31 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: আবৃত্তি, গান, আড্ডা-স্মৃতিকথার গুঞ্জনের মধ্য দিয়ে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ। চট্টগ্রামের প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের সুধীজনদের একরাশ শুভকামনা ও প্রত্যাশা নিয়ে ৩৩ বছরে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ৩২ বছর পূর্তি উদযাপনের আয়োজনের সূচনা করে বোধন।

বিজ্ঞাপন

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের স্থায়ী পরিষদ সদস্য আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্কৃতিজন ডা. চন্দন দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, শান্তনু বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ড. কুন্তল বড়ুয়া, দীপ্তি রক্ষিত, প্রকৌশলী দেলোয়ার মজুমদার শুভেচ্ছ জানিয়ে বক্তব্য রাখেন।

বোধনের আগামীদিনের পথচলায় প্রত্যাশার কথা জানান কবি আশীষ সেন, অ্যাডভোকেট বিশ্বজিৎ দাশ, নাট্যজন সঞ্জিব বড়ুয়া, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, খেলাঘর সংগঠক রথীন সেন, সুশান্ত পাল, রোজী সেন, আ ফ ম মোদাচ্ছের আলী, মিলি চৌধুরী, ফারুক তাহের, দেবাশীষ রুদ্র এবং শুভাশীষ শুভ।

বিজ্ঞাপন

ফুলেল শুভেচ্ছা জানায় প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, অযান্ত্রিক বাচিক সংগঠন, বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ত্রিতরঙ্গ আবৃত্তি সংগঠন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, তারুণ্যের উচ্ছ্বাস ও একুশ আবৃত্তি সংগঠন।

এছাড়া অনুষ্ঠানে আবৃত্তি করেন অজান্তা দাশ, শারদীয়া ও অংকিতা। শুভেচ্ছা ও কথামালার ফাঁকে সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা ও দেবলীনা চৌধুরী।

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সুজিত রায়ের বক্তব্যের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

বাংলাভাষার শুদ্ধতার পরিচর্যায় বোধের দায়িত্বশীলতায় চট্টগ্রামে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি এক বিরুদ্ধ সময়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন