বিজ্ঞাপন

মাশরাফির আবাহনীতে মিরাজ, রুবেল, সাইফউদ্দীন

February 18, 2019 | 4:55 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ মৌসুমের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে রুদ্ধদ্বার এই ড্রাফট অনুষ্ঠিত হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী তাদের দলে ভিড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দলের তিন ক্রিকেটার রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দীনকে। ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে তো ধরেই রেখেছে (রিটেইনি)।

সৌম্য সরকারকে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিপিএলে আাক্রমনাত্মক ব্যাটিং করা রনি তালুকদারকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রিন্স অব কক্সবাজার মুমিনুল হককে নিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। আর আবাহনীর গেল আসরের দলপতি নাসির হোসেন ঠিকানা বদলে গিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।

লিগে টিকে থাকা দশটি ক্লাব তিনজন করে ক্রিকেটার ধরে রেখেছে ড্রাফটের আগেই। প্রথম বিভাগ থেকে লিগে নতুন আসা দুই দল উত্তরা স্পোর্টিং ও বিকেএসপির রিটেইন করার সুযোগ না থাকায় তারা তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পায়।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার কিছুটা সময় বিশ্রাম নিয়ে ডিপিএলের শেষ দিকে নামবেন মাঠে। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে পাওয়া যাবে না। তারা বিশ্বকাপের জন্য ফিটনেস নিয়ে কাজ করবেন এই সময়টাতে। নিজেদের নাম প্রত্যাহার চেয়ে বিসিবির কাছে আবেদন করায় ড্রাফটে তাদের নাম ছিলো না।

ডিপিএলে না খেলার তালিকায় যোগ হয়েছেন সাকিব আল হাসানও। বিপিএল ফাইনালে বাঁহাতের তর্জণীতে চোট পাওয়া এ অলরাউন্ডার সুস্থ হলে খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এপ্রিলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নামবেন আইপিএল খেলতে।

এদিকে বিপিএলে বল হাতে উড়ন্ত পারফর্ম করেও ইনজুরি পড়ায় ডিপিএলে অবিক্রিত থেকে গেছেন গতি তারকা তাসকিন আহমেদ। ১২ দলের কেউই চোটাক্রান্ত তাসকিনকে কিনতে আগ্রহ দেখায়নি।

বিজ্ঞাপন

ডিপিএলে ওয়ানডে লিগ শুরুর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। ওয়ানডে লিগ শুরু হবে আগামী ৮ মার্চ।

আসুন দেখে নেই ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ মৌসুমে কে কোন দলে খেলবেন।

আবাহনী লিমিটেড :

মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মোহাম্মদ জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

গাজী গ্রুপ ক্রিকেটার্স :

ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ মাইশুকুর রহমান, রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদী হাসান রানা, তাসামুল হক রুবেল, এস কে ওয়ালিউল করিম রনি।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব :

জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানভীর হায়দার, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মো: শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাহউদ্দীন শাকিল, রাকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহেরাব হোসেন জোশি।

লিজেন্ডস অব রূপগঞ্জ :

নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান, মুমিনুল হক, জাকির আলী অনিক, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাদ, আসিফ আহমেদ রাতুল, আজমীর আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, মোহাম্মদ মোক্তার আলী, মিজানুর রহমান মোহান্না, সালাউদ্দিন পাপ্পু।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব :

ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মো: সৈকত আলী, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মো: জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, মো: ফরহাদ হোসেন, আরাফাত সানি (জুনিয়র)।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি :

রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, রবিউল হক, মঈনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মো: মাসুম খান, রাফসান আল মাহমুদ, মো: নাজিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল হালিম।

মোহামেডান স্পোর্টিং ক্লাব :

রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব :

আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র, এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মো: আল আমিন হোসেন (২), মনির হোসেন খান, মো: সালমান হোসেন ইমন, নুর আলম সাদ্দাম, ইমরান আলী, নাজমুল হোসেন মিলন, নাঈম হাসান।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব :

শুভাগত হোম, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, মো: রাকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক।

ব্রাদার্স ইউনিয়ন :

জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি, ফজলে রাব্বি মাহমুদ, মো: শরিফউল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি।

উত্তরা স্পোর্টিং ক্লাব:

নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ন, মোহাইনুল খান।

বিকেএসপি :

শামিম হোসেন পাটোয়ারি, আকবর আলি, পারভেজ হোসেন ইমন, মাহমুদ হাসান জয়, মুকিদুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ, নুশাদ ইকবাল।

সারাবাংলা/এমআরএফ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন