বিজ্ঞাপন

চবির সূর্যসেন হলের শিক্ষার্থীদের মানববন্ধন

May 2, 2019 | 5:13 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টার দা সূর্যসেন হলের সমস্যা সমাধানের দাবি জানিয়ে মানববন্ধন করেছে হলটির শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনের আয়োজন করে বন ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তীতে উপাচার্যের দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, হলে কোনো বাবুর্চি নেই। ক্যান্টিন ম্যানেজার তার ইচ্ছামতো খাবার রান্না করছে। এ খাবারের মান নিম্নমানের। এছাড়া হলে কোনো গার্ড নেই, নিরাপত্তা ব্যবস্থা নেই।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমরা আন্তরিক। খুব দ্রুত যেন তাদের সমস্যার সমাধান করা যায় আমরা সে চেষ্টা করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য এর আগে, ২০ মার্চ সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থীরা পানির সংকট, মশার উৎপাত, নোংরা শৌচাগারসহ নানা সমস্যায় অতিষ্ঠ হয়ে প্রভোস্ট ও হাউজ টিউটরদের প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। পরে দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

সারাবাংলা/সিসি/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন