বিজ্ঞাপন

চরমপন্থা ঠেকাতে কঠোর হচ্ছে ‘ফেসবুক লাইভ’

May 15, 2019 | 6:25 pm

আন্তর্জাতিক ডেস্ক

সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সরাসরি সম্প্রচার সুবিধা ‘লাইভ’ কঠোর হচ্ছে। ফেসবুক জানিয়েছে, নতুন নিয়ম লঙ্ঘন করলে ব্যবহারকারীদের ওপর ‘ওয়ান-স্ট্রাইক পলিসি’ কার্যকর হবে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ফেসবুকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলাকারী ফেসবুকে তার বন্দুক হামলার ঘটনা সরাসরি সম্প্রচার করলে, এ নিয়ে জবাবদিহিতায় পড়ে ফেসবুক।

ফেসবুকের বিবৃতিতে বলা হয়, নিয়মবহির্ভূত কাজ যেমন, সন্ত্রাসী কোনো গ্রুপের পোস্টও উসকানি দেখিয়ে শেয়ার করা হলে বন্ধ করে দেওয়া হবে ঐ ব্যবহারকারীর ৩০ দিনের ফেসবুক লাইভ সুবিধা।

এছাড়া, ঘৃণা ছড়ায় এমন কর্মকাণ্ড যাতে স্ক্যানারের মাধ্যমে ফেসবুক সংক্রিয়ভাবে সনাক্ত করতে পারে, সেজন্য ৭ মিলিয়ন ডলারের গবেষণা প্রকল্প চালু করা হবে বলেও জানায় ফেসবুক।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন